ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভারতে অনুষ্ঠেয় নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মে ১৩, ২০২০
ভারতে অনুষ্ঠেয় নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

করোনা ভাইরাসের কারণে ক্রীড়া বিশ্বে একের পর এক টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে। টোকিও অলিম্পিক ২০২০, ইউরো, কোপা আমেরিকা পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতে অনুষ্ঠেয় নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার আসরটির নতুন সূচি জানিয়ে দিল ফিফা।

নতুন সূচি অনুযায়ী অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ হবে ২০২১ সালে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের বল গড়ানোর কথা ছিল চলতি বছরের ২ নভেম্বর।

আর ২১ নভেম্বর শেষ হতো।

কিন্তু করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার ফিফা জানিয়েছে, আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে নারীদের (অনূর্ধ্ব ১৭) বিশ্বকাপ।

মুম্বই, গৌওহাটি, আহমেদাবাদ, কলকাতা ও ভুবনেশ্বর—ভারতের এই পাঁচটি শহরে হবে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ।  

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মে ১৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।