ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে নামতে তর সইছে না মেসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুন ৭, ২০২০
মাঠে নামতে তর সইছে না মেসির লিওনেল মেসি

কতদিন আর ফুটবলবিহীন জীবন কাটানো যায়? লিওনেল মেসিরও যেন এই অপেক্ষা আর সইছে না। বার্সেলোনা অধিনায়কের জন্য অবশ্য খুশির সংবাদ, ১৩ জুন থেকে পুনরায় শুরু হচ্ছে স্থগিত থাকা লা লিগার চলতি মৌসুম। 

১৪ জুন মায়োর্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শনিবার (০৬ জুন) ক্যাম্প ন্যুয়ে অনুশীলন সেরেছে কাতালানরা। আর নিজের প্রিয় মাঠে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি।

 

অবশ্য বার্সা অধিনায়ক ছিলেন না দলীয় অনুশীলনে। উরুতে সামান্য চোট পাওয়ায় ব্যক্তিগত অনুশীলন করেছেন তিনি। তবে এই দিন অনুশীলনে ফিরতে পেরে আনন্দিত আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্যাম্প ন্যুয়ে তোলা এক ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

ইন্সটাগ্রামে পোস্ট করা সেই ছবিতে মেসি জানিয়েছেন, ক্যাম্প ন্যুয়ে খেলার জন্য তিন কতটুকু আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। বার্সা অধিনায়ক লিখেছেন, ‘আমি সত্যি এই জায়গাকে খুব মিস করেছি। আমি এখানে খেলার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ’ 

০৭ মার্চের পর আর মাঠে খেলতে দেখা যায়নি মেসিকে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।