ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কুতিনহোর ‘লাকি সেভেন’ এখন গ্রিজম্যানের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
কুতিনহোর ‘লাকি সেভেন’ এখন গ্রিজম্যানের বার্সেলোনার ৭ নাম্বার জার্সি

২০২০/২১ মৌসুম থেকে বার্সেলোনার ‘৭’ নাম্বার জার্সি গায়ে মাঠে নামবেন আঁতোয়া গ্রিজম্যান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফরাসি ফরোয়ার্ডকে নতুন এই জার্সি নাম্বার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

 

গ্রিজম্যানের নতুন জার্সি নাম্বার নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও পোস্ট করেছে বার্সেলোনা। যেখানে ক্যাপশনে লেখা, ‘স্বাগতম নাম্বার সেভেন’। আর ভিডিওতে দেখা যায়, আমেরিকান পেশাদার বাস্কেটবল তারকা কেভিন ডুরান্টকে গ্রিজম্যানের জার্সি উন্মোচন করতে। যিনি নিজেও ব্রুকলিন নেটস’র হয়ে খেলেন ‘৭’ নাম্বার জার্সি পরে।

ক্যাম্প ন্যুয়ে এর আগে ৭ নাম্বার জার্সির মালিক ছিলেন ফিলিপ্পে কুতিনহো। ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার গত মৌসুমে ধারে খেলেছেন বায়ার্ন মিউনিখে। ফের কাতালোনিয়ায় ফিরলেও নিজের জার্সিটা গ্রিজম্যানকে তুলে দিয়েছেন তিনি। পরিবর্তে নতুন মৌসুম থেকে কুতিনহোকে মাঝমাঠে দেখা যেতে পারে ‘১৪’ নাম্বার জার্সি গায়ে।  

গ্রিজম্যান বার্সায় যোগ দেন গত বছর। ক্যাম্প ন্যুয়ে নিজের প্রথম মৌসুমে তার জার্সি নাম্বার ছিল ‘১৭’। এবার প্রিয় জার্সি নাম্বার ফিরে পেয়ে সতীর্থ কুতিনহোকে ধন্যবাদ জানিয়ে নিজের অফিসিয়াল টুইটারে ২৯ বছর বয়সী বিশ্বকাপজয়ী তারকা লেখেন, ‘আমি ফিলিপ্পে কুতিনহোকে ধন্যবাদ জানাতে চাই। ‍সে কেবল একজন দুর্দান্ত খেলোয়াড়ই নয়, দুর্দান্ত সতীর্থও। ’ 

‘লাকি সেভেন’ জার্সির সঙ্গে গ্রিজম্যানের পরিচয় নতুন নয়। পেশাদারি ক্যারিয়ারের শুরুতে রিয়াল সোসিয়েদাদে থাকার সময় ‘৭’ নাম্বার জার্সি পরে মাঠে নামতেন তিনি। এরপর অ্যাতলেটিকো মাদ্রিদেও একই নাম্বারের জার্সি গায়ে খেলতেন গ্রিজম্যান।  

বার্সায় গত মৌসুমে নিজের ঝলকটা তেমন দেখাতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। ‘লাকি সেভেন’ ফিরে পেয়ে এবার কি তবে নিজের ভাগ্য পাল্টাতে পারবেন গ্রিজম্যান?

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।