ফরিদপুর: জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৬৮ জন রোগী।
মারা যাওয়া নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তার বাড়ি জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদি গ্রামে। তিনি ওই গ্রামের আবেদ আলীর স্ত্রী।
শুক্রবার (১১ আগস্ট) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সেলিনা বেগম নামের নারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। এছাড়া বর্তমানে হাসপাতালটিতে ১৮২ জন রোগী চিকিৎসাধীন।
জেলার সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৯২ জন।
তিনি আরও জানান, হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছে ১০ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ৪৫০ জন। এর মধ্যে দুই হাজার ৪৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এসআইএ