ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চাঁদপুরে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
চাঁদপুরে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে ধর্মঘট

চাঁদপুর: চাঁদপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে।

রোগির মৃত্যুর জন্য চিকিৎসক বা হাসপাতালকে দায়ী করে সম্প্রতি কয়েকটি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখা মঙ্গলবার এ ধর্মঘটের ডাক দেয়।



সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুরের সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুধুমাত্র মুমূর্ষু রোগিদের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতাল এ ধর্মঘটের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, শুক্রবার চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক কিশোরীর মৃত্যুর অভিযোগে তার স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়। এছাড়া এর আগেও শহরের বিভিন্ন হাসপাতাল রোগির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: আয়শা আক্তার তৃষ্ণা ও রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।