ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রংপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাবের কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪

রংপুর: বিশ্বের ২২টি দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা সর্বাধিক, যার মধ্যে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ।

বৃহস্পতিবার বিকেলে রংপুর জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম (নাটাব) আয়োজিত নারী নেত্রীদের প্রশিক্ষণ কর্মশালায় বিশেষজ্ঞরা এই তথ্য জানান।



জাতীয় মহিলা সংস্থা রংপুর জেলা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বক্ষব্যাধি হাসপাতালের ইনচার্জ ডা. মো. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার ডা. মর্তুজা, নাটাবের রংপুর জেলা সভাপতি হোসেন আবেদ আলী, নাটাবের আঞ্চলিক ফিল্ড লেভেল স্টাফ মো. মনোয়ার হোসেন প্রমুখ।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম নাটাবের প্রশিক্ষণ কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, সুশীল সমাজের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে এই রোগ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।