পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুল ছাত্রীর নাম শাহনাজ (১২)।
স্থানীয় সূত্রে জানাগেছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মুক্তি ক্লিনিকে ওই ছাত্রীর অ্যাপিন্ডিসাইটিস অপারেশন করেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম।
অপারেশনের সময় মাত্রাতিরিক্ত চেতনানাশক ঔষধ প্রয়োগ করার কারণে অপারেশন থিয়েটারেই শিশুটির মৃত্যু হয়। কিন্তু বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা চালায় ক্লিনিক কর্তৃপক্ষ। ঘণ্টাখানেক পরে বিষয়টি জানাজানি হলে শিশুর স্বজন এবং এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযুক্ত চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
শাহনাজের পিতা শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, চিকিৎসার জন্য তার মেয়েকে ক্লিনিকে নিয়ে আসা হলে তড়িঘড়ি করে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ভুল চিকিৎসার কারণেই তার মেয়ে মারা গেছে।
সর্বশেষ খবর অনুযায়ী এ ব্যাপারে যেন কোন মামলা না হয় সে জন্য চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ কাউখালী থানার সাথে দফারফা করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কাউখালী থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ জানান অভিযুক্ত চিকিৎসককে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা লিখিত অভিযোগ দিলে মামলা হবে।
বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪