সাভার (ঢাকা): চিকিৎসকদের শুধু তাত্ত্বিক নয়, বাস্তববাদী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক।
রোববার দিনব্যাপী সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার আলোকে ‘এক মাস গ্রামে থেকে যা দেখেছি, যা শিখেছি’ শীর্র্ষক এ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক বলেন, চিকিৎসা সেবায় যারা জড়িত তাদের নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। পাশাপাশি তাদেরকে আলোকিত মানুষ ও মানবতার সেবায় কাজ করতে হবে। চিকিৎসকদের শুধু তাত্ত্বিক নয়, বাস্তববাদী হতে হবে।
এ সময় চিকিৎসকদের আরো আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের নবীন শিক্ষার্থীরা ৪টি অঞ্চলে ভাগ হয়ে কাশিনাথপুর, গাইবান্ধা, চরফ্যাশন ও সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করেন।
মাসব্যাপী এ ওরিয়েন্টেশনে এসব এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাসহ অন্যান্য মৌলিক বিষয়বালীর সঙ্গে কাজ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিজ্ঞতা প্রতিবেদন উপস্থাপনের পর নূরুল ইসলাম এমপি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর আহমেদ, সাভার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাভেদ মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ নইম গওহর ওয়ারা, সাবেক যুগ্ম সচিব বশির আহমেদ উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪