ঢাকা: পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন অনেকেই। কিন্তু এ ঝগড়া মানুষের আয়ু কমিয়ে দেয়।
সম্প্রতি গবেষণায় এমন ফলাফল পেয়েছেন আমেরিকার একদল গবেষক। গবেষকদের মতে, স্বাভাবিক মানুষের চেয়ে দুই থেকে তিনি গুণ বেশি মৃত্যু ঝুঁকি রয়েছে ঝগড়াটে স্বভাবের মানুষের।
গবেষক লান্ড ও তার সহযোগীরা ৩৬ থেকে ৫২ বছর বয়সের প্রায় ১০ হাজার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। তথ্যের বিষয়বস্তু ছিল- সন্তান, জীবন সঙ্গী অথবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কত ঘন ঘন ঝগড়া হয়।
১১ বছর পর দেখা যায় ওই ১০ হাজার মানুষের মধ্যে যারা ঘন ঘন ঝগড়ায় লিপ্ত হতেন তাদের মৃত্যুর হার অন্যদের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি।
তারা আরো দেখতে পান, যেসব মানুষ সন্তান ও জীবন সঙ্গী নিয়ে বেশি চিন্তিত থাকেন অথবা তাদের পক্ষ থেকে চাপ অনুভব করেন তাদের মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে আরো বেশি।
গবেষক লান্ড জানান, এ গবেষণার ফলাফল থেকে মানুষ শিক্ষা নিতে পারেন এবং তারা জীবনে ঝগড়ার পরিমাণ কমিয়ে নিতে পারেন।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, মে ১২, ২০১৪