ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

১৬ জুলাই উদযাপিত হবে ডিএমসি দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
১৬ জুলাই উদযাপিত হবে ডিএমসি দিবস ছবি: ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) ও হাসপাতাল দিবস রোববার (১০ জুলাই)। ১৯৪৬ সালের এই দিনে ঢামেক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।

ঢামেক হাসপাতালের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আহ্বায়ক ডা. দেবেশ চন্দ্র তালুকদার বাংলানিউজকে জানান, ‘১০ জুলাই ডিএমসি দিবস। কিন্তু ঈদ-উল ফিতরের ছুটির কারণে আগামী ১৬ জুলাই আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবো’।

ওইদিন ঢামেক হাসপাতালের ডা. মিলন অডিটোরিয়াম হলে এ দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ১৯৪৬ সালে ডা. মেজর ডব্লিউ জে ভারজিন ঢামেক হাসপাতালের প্রথম পরিচালক ও কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান ডিএমসি দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলানিউজকে বলেন, ‘আমরা যেন আরও ভালোভাবে রোগীদের সেবা দিতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি’।
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এজেডএস/এএটি/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।