বুধবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রমের তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এম এ হাকিম।
এ বিষয়ে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ জানান, দুপুর পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় দুই শতাধিক অসুস্থ শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এদিকে হাসপাতালের পরিচালক অধ্যাপক (ডা.) মো. আব্দুল আজিজের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপ-পরিচালক, সহযোগী অধ্যাপক ডা. মো. আবু তৈয়বের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সকাল থেকে ঢাকা শিশু হাসপাতাল জামে মসজিদে কোরআনখানি এবং বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজল কর্মকারসহ চিকিৎসক নেতারা।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এমএএম/জেডএস