ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে আরও এক নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে আরও এক নারীর মৃত্যু

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ফারজানা (৪২) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুলাই) দিনগত রাত পৌনে ২টায় ঢামেক হাসপাতালের জেনারেল আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ফারজানা তার পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল। সোমবারই সে হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ নিয়ে জুন-জুলাইয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে আটজন মারা গেছেন, যার মধ্যে ছয়জনই নারী।

এদিকে হাসপাতালটিতে এখন পর্যন্ত মারা যাওয়া রোগীরা হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪), গাজীপুরের রিতা (২৮) ও সবশেষে ইস্কাটনের ফারজানা (৪২)।

সোমবার সকাল দশটা পর্যন্ত ৫৯৩ জন ডেঙ্গু রোগী ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান ডা. নাসির উদ্দিন।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, এবছরের জুলাই মাস পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন মোট দুই হাজার ১১ জন, যার মধ্যে শুধু জুলাইয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫৮ জন। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে তিনজন, ফেব্রুয়ারিতে নেই, মার্চে চারজন, এপ্রিলে তিনজন, মে মাসে আটজন, জুনে ১৩৫ জন ভর্তি হয়েছেন। তবে জুলাইয়ে একলাফে সে সংখ্যা এখন পর্যন্ত এক হাজার ৮৫৮ জনে ঠেকেছে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯/ আপডেট: ১০১০ ঘণ্টা
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।