ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সমালোচনার মুখে ৭ দিনের ছুটি বাতিল স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
সমালোচনার মুখে ৭ দিনের ছুটি বাতিল স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক/ফাইল ফটো

ঢাকা: দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে স্বেচ্ছায় সাত দিনের ছুটি বাতিল করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দেশে ডেঙ্গুজ্বর ভয়াবহ আকার ধারণ ও বন্যা পরিস্থিতির অবনতির এই সময়ে ছুটি নিয়ে সপরিবারে মালয়েশিয়া যাওয়ায় তীব্র সমালোচনা শুরু হয়। 

সমালোচনার মুখে শেষ পর্যন্ত বুধবার (৩১ জুলাই) দেশে ফিরে বৃহস্পতিবার (১ আগস্ট) মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণ বা অফিস শুরু করবেন তিনি।  
 
তবে তিনি নিজেই এ ছুটি বাতিল করে আজ (বুধবার) রাতেই ফিরছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

এর আগে সোমবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের এক ঘোষণায় ডেঙ্গু ও বন্যাজনিত কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এসময় মন্ত্রীর অবকাশের ছুটি মূলত সমালোচনার প্রধান কারণ। তাছাড়া জানা যায় আগামী ৪ আগস্ট মন্ত্রীর দেশে ফেরার কথা ছিল।    

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত শনিবার সাত দিনের ছুটি নিয়ে জাহিদ মালেক সপরিবারে মালয়েশিয়া গেছেন প্রমোদভ্রমণে। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই প্রবল সমালোচনার মুখে সে ছুটি বাতিল করে তাকে ফিরে আসতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মিটফোর্ড হাসপাতালে ১০০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করবেন এবং দুপুর ২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ডেঙ্গু প্রকোপ: বর্তমান পরিস্থিতি ও চিকিৎসাব্যবস্থা সংক্রান্ত’ বিষয়ে সবশেষ পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে (কক্ষ নম্বর-৩৩২, ভবন নম্বর-৩, ৪র্থ তলা, বাংলাদেশ সচিবালয়) সংবাদ সম্মেলনে অংশ নেবেন।  

 এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বাংলানিউজকে জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী দুপুরে মালয়েশিয়া থেকে রওয়ানা দেবেন এবং কাল অফিস করবেন। তার ছুটি তিনি নিজেই বাতিল করে কাজে যোগ দিচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।