ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘ডেঙ্গু আতঙ্কে সুস্থ মানুষও হাসপাতালে আসছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
‘ডেঙ্গু আতঙ্কে সুস্থ মানুষও হাসপাতালে আসছে’ সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ, ছবি: বাংলানিউজ

ঢাকা: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার (৩১ জুলাই) পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫২ জন রোগী। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২২ রোগী। সবমিলে ১ আগস্ট পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭০৬ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেল ৩টায় ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন হাসপাতালটির সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. আলাউদ্দিন আল আজাদ।

এসময় তিনি বলেন, ডেঙ্গু রোগ নিয়ে দেশে একটা প্যানিক তৈরি হয়েছে।

যে কারণে ডেঙ্গুর আতঙ্ক নিয়ে হাসপাতালে আসছেন অনেক সুস্থ মানুষও। তবে সচেতন থাকাটা ভালো।

উদাহরণ দিয়ে সহকারী পরিচালক বলেন, গতকাল ৪৬৫ জনের রক্ত নিয়ে এনএস-১ পরীক্ষা করার পর মাত্র ১৬ জনের ডেঙ্গু রোগের নমুনা পাওয়া গেছে। তাহলে এখানেই স্পষ্ট যে, ডেঙ্গু আক্রান্ত হওয়ার চেয়ে আতঙ্কই বেশি। প্যানিকের কারণে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হয়ে মানুষ হাসপাতালে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ সামগ্রিক সুন্দর ব্যবস্থাপনায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিচ্ছে। এসময় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, আমাদের ডেঙ্গু রোগ পরীক্ষার পর্যাপ্ত সব কিছুই আছে। ডেঙ্গু রোগী আসার যে গতি, তা-ও যদি চলতে থাকে, তারপরও আমরা আরও দুই থেকে তিন মাস ডেঙ্গু রোগ পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।

ঢামেক হাসপাতালের ডেঙ্গু রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য তুলে ধরে আলাউদ্দিন আল আজাদ বলেন, গত জুনে হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছেন ১৩৫ রোগী। এর মধ্যে একজন মারা যান। জুলাইয়ে সর্বোচ্চ দুই হাজার ৪৬৪ জন ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে মারা যান ১০ জন। সবমিলে এখন হাসপাতালে ভর্তির সংখ্যা দুই হাজার ৬১৭ জন। মারা যাওয়ার সংখ্যা ১১ জন। এছাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭০৬ জন ডেঙ্গু রোগী।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।