ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে কোয়ারেন্টিনে নতুন ৬৩ জন, ছাড়পত্র পেলেন ৭৭ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
কিশোরগঞ্জে কোয়ারেন্টিনে নতুন ৬৩ জন, ছাড়পত্র পেলেন ৭৭ জন

কিশোরগঞ্জ: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সতর্কতামূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে বিদেশফেরত নতুন আরও ৬৩ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এনিয়ে জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৬৬ জন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন চারজন। আর ১৪ দিন কোয়ারেন্টিন শেষ হওয়ায় নতুন ৭৭ জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র। 

বুধবার (০১ এপ্রিল) দুপুরে এ তথ্য বাংলানিউজকে জানান কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, ১৪ দিন নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনের আওতায় থাকা প্রবাসীদের মধ্যে করোনার কোনো লক্ষণ না থাকায় বুধবার ৭৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এনিয়ে জেলাটিতে ছাড়পত্র পেলেন মোট ১ হাজার ৬৮ জন।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।