অপরদিকে করোনা সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীরা জেলা সদরসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন নিশ্চিত করে জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আর রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।
এর আগে করোনা সন্দেহে সংগৃহীত নমুনায় আটজনের পরীক্ষার ফলাফল নেগেটিভ হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এসএইচডি/আরবি/