বুধবার (০৮ এপ্রিল) বিকেলে মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম বলছে, ১ জানুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতলে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ২৮০ জন ভর্তি হয়েছেন।
মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাংলানিউজকে বলেন, বর্ষা মৌসুম এলে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এখন বর্ষার মৌসুম তাই হয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্ত ৬ জনের সবাই সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন। দেশের অন্য বিভাগে এখন কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই। এ বছরে ডেঙ্গু ও ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
পিএস/এইচএডি/