গোপালগঞ্জ: গোপালগঞ্জে করোনা আক্রান্ত আরো তিন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে জেলায় ১২ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
রোববার (২৬ এপ্রিল) গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ পর্যন্ত গোপালগঞ্জে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন ডাক্তার ও নার্সসহ মোট ৪২ জন।
এর মধ্যে জেলায় প্রথম করোনা রোগী টুঙ্গিপাড়া উপজেলার এক দম্পতি ও মুকসুদপুর থানার সাত পুলিশ সদস্যসহ মোট ১২ জন সুস্থ হন। পরে তাদের আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দিয়ে বাড়িতে পাঠানো হয়। তবে তারা সুস্থ হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বতর্মানে জেলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন রোগী।
সিভিল সার্জন আরও জানান, করোনার উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন স্থানে তিন নারীসহ ছয় জন মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে সেখান থেকে আসা প্রতিবেদনে তাদের করোনা নেগেটিভ আসে।
** করোনা: গোপালগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৭ পুলিশ সদস্য
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।