রোববার (২৬ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
তিনি জানান, শনিবার ১৪ দিনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ও এর মধ্যে তাদের করোনার কোনো উপসর্গ না থাকায় ৯২ জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র।
পরিসংখ্যান কর্মকর্তা জানান, জেলায় অসুস্থ মোট ১৮২ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১১৫ জনের প্রতিবেদন পাওয়া গেছে। যার মধ্যে দু’জনের করোনা পজেটিভ ও অন্য ১১৩ জনের নেগেটিভ এসেছে।
এদিকে আরও ৪০ জনের সংগ্রহ করা নমুনা রামেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০২০
এসআরএস