সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত জেলায় পাওয়া তথ্যের ভিত্তিতে বাংলানিউজকে এ কথা জানান তিনি। গত ২৪ ঘণ্টায় কারো সুস্থ হওয়ার সংবাদ নেই বলেও জানান তিনি।
জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৩৩ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। আর এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ২৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৭০০ জনের ফলাফল পজিটিভ এসেছে।
জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৭০০। তাদের মধ্যে মারা গেছেন ৪২ জন আর সুস্থ হয়েছেন ২৫ জন।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এমআরপি/এফএম