শনিবার (২ মে) সকাল সাড়ে ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জনের সুস্থ হওয়ার সংবাদ জানান তিনি।
জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৬৪ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৩১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১০৪৭ জনের ফলাফলে পজিটিভ এসেছে।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১০৪৭ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৪৬ জনের আর সুস্থ হয়েছেন ৪২ জন।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মে ০২, ২০২০
ওএফবি