ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিমের সেবিকার পরিবারের ৪ সদস্য করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, মে ১২, ২০২০
শেবাচিমের সেবিকার পরিবারের ৪ সদস্য করোনায় আক্রান্ত

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক স্টাফ নার্সের পর এবার তার পরিবারের ৪ সদস্যের শরীরে ওই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, রোববার (১০ মে) ওই পরিবারের ৫ সদস্যের নমুনা পরীক্ষা করা হলে সোমবার (১১ মে) রিপোর্ট আসে। যেখানে ৪ জনের করোনা পজিটিভ ও এক শিশু রিপোর্ট নেগেটিভ আসে।

তিনি জানান, গত ৪ মে হাসপাতালের স্টাফ নার্স (৩১) এর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওই দিনই তাকে হাসাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে তার স্বামী ঢাকায় অবস্থান করায় সে ছাড়া পরিবারের বাকি সদস্যদের নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। যারমধ্যে ৫ বছর বয়সী মেয়ে, আড়াই বছর বয়সী ছেলে, ৬৫ বছর বয়সী শ্বশুর ও ৫০ বছর বয়সী শাশুড়ি রয়েছেন।

তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল পরিচালক।

এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় ওই নার্সের পরিবারের ৪ সদস্যসহ সোমবার মোট ৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৫৬ জন করেনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত মোট ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই আক্রান্ত ৫ ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাসস্থান লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের অবস্থান, যাতায়াত ও সংস্পর্শে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, মে ১২, ২০২০
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।