ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে ১৫শ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৫৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মে ১৪, ২০২০
নারায়ণগঞ্জে ১৫শ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৫৯

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬২ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। জেলায় মোট শনাক্ত ১৫৩৪ জন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।  

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ জন ব্যক্তির সুস্থ হওয়ার তথ্য জানান তিনি।

তবে এ সময়ের মধ্যে জেলায় কোনো নতুন মৃত্যুর সংবাদ নেই বলে নিশ্চিত হওয়া গেছে।

ডা. জাহিদুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৬২ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৫৪০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে পজিটিভ এসেছে ১৫৩৪ জনের।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১৫৩৪ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৫৯ জনের আর সুস্থ হয়েছেন ২৭৯ জন।

দেশে মোট আক্রান্ত ১৭ হাজার ৮২২ জন এবং মৃত্যু ২৬৯ জনের।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে ১৪, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।