ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই রোগীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জুন ৭, ২০২০
শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই রোগীর মৃত্যু করোনা উপসর্গ

বরিশাল:  বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ জুন) দিবাগত রাতে হাসপাতালের করোনা ওয়ার্ডে ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থান তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানাগেছে, বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার আইজউদ্দিন আকনের ছেলে খালেক আকন (৪০)খালেক আকন ৪ জুন দুপুরে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে প্রেরণ করা হয়। সেখানে শনিবার রাত ১১ টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

এদিকে ভর্তির পর খালেক আকনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো করা হয়। যার রিপোর্ট মৃতের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

এরআগে রাত ১০ টা ১০ মিনিটে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নাইয়াপট্রি এলাকার ফিরোজ আলমের ছেলে পারভেজ (৩০) এর মৃত্যু হয়। সে উপসর্গ নিয়ে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়।

তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।


বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এমএস/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।