ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় মারা গেলেন স্কয়ার হাসপাতালের পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুন ৭, ২০২০
করোনায় মারা গেলেন স্কয়ার হাসপাতালের পরিচালক

ঢাকা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিক্যাল সার্ভিস) ও সিনিয়র কনসালট্যান্ট মির্জা নাজিম উদ্দিন মারা গেছেন। 

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সন্ধ্যায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা যায়, ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) থেকে পাস করেন। সবশেষ তিনি স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও আইসিইউ ডিরেক্টর (মেডিক্যাল সার্ভিস) হিসেবে কাজ করে আসছিলেন। তিনি বিএমএর সদস্য ছিলেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) তথ্যমতে, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন চিকিৎসক।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ০৭, ২০২০
পিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।