ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্য অধিদপ্তরে চীনা মেডিক্যাল টিমের দিনভর আলোচনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুন ৯, ২০২০
স্বাস্থ্য অধিদপ্তরে চীনা মেডিক্যাল টিমের দিনভর আলোচনা

ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে চীনা মেডিক্যাল দলের প্রতিনিধিরা আলোচনা শুরু করেছেন।  এদিন দিনভর আলোচনা করেন তারা।

মঙ্গলবার (৯ জুন) ঢাকার চীনা দূতাবাস সূত্র জানায়, মঙ্গলবার সকালে চীনা প্রতিনিধিদলের সদস্যরা মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে যান। সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দিনভর আলোচনা করেন।

এসময় বাংলাদেশের করোনা পরিস্থিতি চীনা প্রতিনিধিদলের সদস্যদের কাছে তুলে ধরা হয়। বুধবার আবারও বৈঠক হবে।

চীন থেকে কোভিড-১৯ রোগের সেবা দিতে দেশটির ১০ সদস্যের মেডিক্যাল টিম ৮ জুন ঢাকায় আসে। এই দলে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদরা রয়েছেন।  

চীনের এ মেডিক্যাল টিম বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। এসময় তারা করোনা আক্রান্ত রোগী পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার ও পরীক্ষাকরণ কেন্দ্রগুলোতে কাজ করবেন। এমনকি করোনা মহামারি নিয়ে আলোচনা করবেন ও নিয়ন্ত্রণ এবং চিকিৎসার জন্য নির্দেশনা, প্রযুক্তিগত পরামর্শ দেবেন।

চীনা মেডিক্যাল টিম দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন ও হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা,  জুন ০৯, ২০২০
টিআর /এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।