ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: সিলেট বিভাগে আরও ৩ জনসহ মৃতের সংখ্যা বেড়ে ১২৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
করোনা: সিলেট বিভাগে আরও ৩ জনসহ মৃতের সংখ্যা বেড়ে ১২৪ প্রতীকী ছবি

সিলেট: প্রাণঘাতী করোনা ভাইরাসে সিলেট বিভাগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনে।

সর্বশেষ মৃত ৩ জনের একজন সিলেট জেলার এবং বাকি দুজন হবিগঞ্জের বাসিন্দা।
 
বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেট বিভাগে মারা যাওয়া ১২৪ জনের মধ্যে সিলেটে ৯১ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ২৮ জন। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৭১৩ জন, সুনামগঞ্জে এক হাজার ৩৪৪, হবিগঞ্জে এক হাজার ৯১ এবং মৌলভীবাজারে ৮৯৮ জন।
 
এ পর্যন্ত সিলেট বিভাগের ২ হাজার ৯০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৪১, সুনামগঞ্জে ৯৯৬, হবিগঞ্জে ৫০৬, মৌলভীবাজারে ৪৫৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
 
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।