ঢাকা: কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।
সিইসির ব্যক্তিগত সহকারী একেএম মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশে টিকার দেওয়ার শুরুতেই গত ৮ ফেব্রুয়ারি প্রথম ডোজ নেন সিইসি। সে সময় অন্যান্য নির্বাচন কমিশনার এবং অর্ধশত নির্বাচন কর্মকর্তাও টিকা নেন। পরবর্তীতে অন্যান্যরাও টিকা নিয়েছেন।
ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ইসির একজন জেলা নির্বাচন কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন সারাদেশের কয়েক ডজন কর্মকর্তা-কর্মচারি।
নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয় নির্বাচন ভবনে কর্মকর্তাদের মধ্যেও অনেকের করোনার উপসর্গ রয়েছে বলে জানাগেছে।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ইতোমধ্যে সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন নির্বাচন কমিশন। পরিস্থিতির উন্নতি না হলে আপাতত কোনো নির্বাচন করা হবে না বলে জানিয়েছে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
ইইউডি/এমআরএ