ঢাকা: করোনা সংক্রমণ মোকাবিলায় সারাদেশে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। লকডাউনের কারণে ঢাকা মেডিক্যালে রোগীর সংখ্যা একেবারেই কমে গেছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল জরুরি বিভাগে রোগীর শূন্যতার দৃশ্য দেখা যায়। জরুরি বিভাগে দুই-একজন ছাড়া তেমন রোগী দেখা যায়নি।
জরুরি বিভাগের টিকিট কাউন্টারের স্টাফ দায়িত্বরত মিজান জানান, আজকে এক ঘণ্টায় টিকিট বিক্রি করেছি মাত্র ছয়টি। স্বাভাবিক দিনে এক ঘণ্টায় টিকিট বিক্রি হতো ৫০ থেকে ৬০টি। তিনি আরও জানান, লকডাউনের কারণে ঢাকার বাইরে থেকে রোগী আসতে পারছেন না, তাই
সাধারণ রোগীর সংখ্যা কম।
ঢাকা মেডিক্যাল হাসপাতালের ডায়েটিশিয়ান বিল্লাল হোসেন জানান, পুরাতন ভবনে মাত্র হাজারের কিছু ওপরে রোগী আছেন। যেখানে গত ১৫ দিন আগেও ১৯’শ ছিল। লকডাউনের কারণে সাধারণ রোগীর সংখ্যা কিছুটা কমে গেছে। তবে নতুন ভবনে করোনা রোগীর সংখ্যা আগের মতোই আছে।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, লকডাউনের কারণে যাতায়াতের সমস্যা হওয়ায় জরুরি বিভাগে ও বহির্বিভাগে সাধারণ রোগীর সংখ্যা কমে গেছে। তবে নতুন ভবনে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এজেডএস/এমআরএ