টাঙ্গাইল: দীর্ঘ প্রতীক্ষার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে।
রোববার (০২ মে) দুপুরে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০ বেড বিশিষ্ট এ ওয়ার্ডের উদ্বোধন করা হয়।
প্রায় ৪০ লাখ মানুষের প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে এই আইসিইউ ওয়ার্ডটি প্রস্তুত করা হয়েছে। আজ থেকেই করোনা রোগীদের মধ্যে মুমূর্ষু অবস্থায় থাকা ব্যক্তিরা এই আইসিইউ সেবা পাবেন।
ওয়ার্ডটি উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ নুরুল আমিন মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আল-আমীন মো. নুরুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
গত বছরের অক্টোবরের দিকে আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করলেও বেড না থাকায় দীর্ঘ ৮ মাস ধরে আইসিইউ সেবা থেকে বঞ্চিত ছিলো জেলাবাসী।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মে ০২, ২০২১
আরএ