ঢাকা: চীন সরকার বাংলাদেশকে প্রায় ৬ লাখ টিকা উপহার দিচ্ছে। বাংলাদেশে অবস্থিত চীনা নাগরিকরা এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন।
শনিবার (৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশে প্রায় ১৫ হাজার চীনা নাগরিক বিভিন্ন প্রকল্পে কাজ করেন। বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদের টিকা দেওয়ার ব্যবস্থা করলেও চীনা নাগরিকরা তার নিজ দেশের টিকা নিতেই আগ্রহী। সে কারণে চীনা নাগরিকরা অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পাবেন।
চীনা নাগরিকদের সিনোভ্যাক টিকা দেওয়ার জন্য ইতোমধ্যেই বাংলাদেশকে সরকারকে অনুরোধ করেছে চীন। উপহারের টিকা থেকে ১৫ হাজার নাগরিককে ৩০ হাজার টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছে। বাংলাদেশের পক্ষ থেকে তাদের অনুরোধে সম্মতি দেওয়া হয়েছে।
এদিকে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত যেসব বাংলাদেশি শিক্ষার্থী এখন বাংলাদেশে অবস্থান করছেন, তারা এই টিকা নিতে আগ্রহী। দীর্ঘদিন ধরে এসব শিক্ষার্থীরা বাংলাদেশে আটকে পড়েছেন। এসব শিক্ষার্থীদের অভিমত, চীনা টিকা নেওয়ার চীনে তাদের যাওয়া সহজ হবে।
বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন চায়নার পক্ষ থেকে ইতোমধ্যেই চীনা টিকা পাওয়ার জন্য ঢাকার পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন চায়নার সভাপতি ফজলে রাব্বী বলেন, বাংলাদেশে আটকেপড়া চীনা শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে চীনা টিকা দেওয়ার জন্য আবেদন জানিয়েছি। প্রায় তিন হাজার শিক্ষার্থীর তালিকাও মন্ত্রণালয়ে জমা দিয়েছি। চীনা টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা দ্রুত চীনে ফিরতে পারবেন বলে প্রত্যাশা করেছেন তিনি।
এছাড়া চীনের সঙ্গে যেসব বাংলাদেশি নাগরিক ব্যবসা করছেন, যারা নিয়মিত চীনে যাতায়াত করেন। তারাও চীনা টিকায় অগ্রাধিকার পেতে পারেন। এসব ব্যবসায়ীরাও মনে করেন, টিকা দেওয়ার ফলে চীনে যাতায়াত সহজ হবে। ব্যবসায়ীরা অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, চীনা টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার জন্য চীনে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও চীনের সঙ্গে ব্যবসা করেন, এমন ব্যবসায়ীরা আমাদের অনুরোধ করেছেন। তারা এই টিকা নিতে ব্যাপক আগ্রহী। আমরা বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি। কিভাবে তাদের এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া যায় তারা সেটা দেখছে।
আগামী ১২ মে ঢাকায় চীনা টিকার চালান এসে পৌঁছাবে। ইতোমধ্যেই ঢাকার চীনা দূতাবাস থেকে এই টিকার চালান পৌঁছানোর তারিখ নিশ্চিত করেছে। চীন থেকে পাওয়া উপহারের টিকা আগে ঢাকায় আসবে। তবে পরবর্তীতে চীন থেকে টিকা কিনে আনা হবে।
এদিকে গত ৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরিভিত্তিতে ব্যবহারে চীনা সিনো ফার্ম টিকা অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মে ০৮, ২০২১
টিআর/এএটি