ঢাকা: সমাজের নিম্ন আয়ের শ্রমজীবী রিকশা ও ভ্যান চালক, ফেরিওয়ালা, ছোট ব্যবসায়ী, দোকানদারদের পরিবারের জন্য মাসিক মাত্র ২০০ টাকায় গণস্বাস্থ্য বিমা চালু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
সোমবার (২৪ মে) গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মাসিক মাত্র ২০০ টাকায় গণস্বাস্থ্য বিমার বিনিময়ে সমাজের নিম্ন আয়ের শ্রমজীবী ব্যক্তিরা ২৪ ঘণ্টা বিনা ফিতে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের পরামর্শ, দাঁত, চোখ ও কান পরীক্ষাসহ ফ্রি ইমার্জেন্সি বিভাগে আগুনে পোড়া ও দুর্ঘটনায় আহত রোগী পরামর্শ পাবেন। ফ্রি সিট ভাড়ায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি সুবিধা, আইসিইউতে ভর্তি ও ৫০ শতাংশ ডিসকাউন্টে রোগ পরীক্ষা এবং ওষুধ সুবিধা, মুসলমানী সুবিধা ও গর্ভবতীদের প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, হাত-পা ও পিঠের ব্যথা নিরসনে ফিজিওথেরাপি চিকিৎসা প্রতিবার মাত্র ২৫ টাকা এবং অতিরিক্ত ১০০ টাকায় ফিতে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শসহ সব রোগ পরীক্ষা ৫০ শতাংশ কমে এক্সরে ৪০০ টাকা, ইসিজি ১০০ টাকা, ইকোগ্রাফি ও আলট্রাসনোগ্রাফি ২০০ টাকায় করতে পারবেন।
একই সঙ্গে পুষ্টিকর খাদ্য, মিনাভিট, ভিটামিন বি কমপ্লেক্স এবং সব ওষুধে ২৫ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন। নিজ এলাকায় সপ্তাহে দুদিন গণস্বাস্থ্য মোবাইল ক্লিনিকের চিকিৎসা সুবিধাসহ পাঁচ হাজার টাকায় ইমার্জেন্সি অপারেশন সুবিধা, ২৪ ঘণ্টা অল্প খরচে হাড় ভাঙা চিকিৎসা। অধিকাংশ ভাঙা হাড় জোড়া লাগানো মাত্র ৫ হাজার টাকা, বড় হাড় মেরামত ১০ হাজার টাকা, হাড় বদলাতে হলে ইমপ্লান্টের খরচ রোগীর বহন করতে হবে। গর্ভবতীর সেবা ও প্রসব সুবিধা মাত্র ৫০০ টাকা, ৩ হাজার টাকায় সিজারিয়ান অপারেশন। রক্ত সঞ্চালন ফ্রি তবে ব্যাগের মূল্য পরিশোধ করতে হবে এ বিমা সুবিধাভুগীদের।
মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণ স্বাস্থ্যবিমা ও খাদ্য সহয়তা কর্মসূচি উদ্বোধন করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ২৪, ২০২১
আরকেআর/আরআইএস