ঢাকা: স্বাস্থ্যখাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং ১৮ বছরের ঊর্ধ্বে সব জনগণকে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছে ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ।
সোমবার (২৪ মে) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. রশিদ– ই-মাহবুব। পরিচালনা করেন সদস্য সচিব অধ্যাপক ডা. শাকিল আকতার।
সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডা. ফয়জুল হাকিম, অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, অধ্যাপক ডা. ফজলুর রহমান, প্রগ্রেসিভ ডক্টরস ফোরামের ডা. গোলাম রব্বানী, ডা. কে এম হাসান তৌহিদ এবং ডা. জয়দেব ভট্টাচার্য প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথের আহ্বায়ক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদী মাহবুব প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়ে বলেন, এনালগ স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ করে একজন ডিজিটাল স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিন। অতিমারি প্রতিরোধে আমলা-ব্যবসায়ী নির্ভর না হয়ে জনগণকে সম্পৃক্ত করার নীতিমালা গ্রহণ করুন।
অধ্যাপক ডা. এম এ আবু সাঈদ স্বাস্থ্যখাতে সংঘটিত দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে বলেন, ১৮ ঊর্ধ্ব জনগণকে ভ্যাকসিন দিতে হবে।
ডা. ফয়জুল হাকিম সরকারের কাছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আমদানিতে চুক্তিবদ্ধ সেরাম ইনস্টিটিউট ও ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ মামলা দায়ের করার দাবি জানান। তিনি বলেন, নিজ দেশের জনগণকে করোনা অতিমারিতে ভ্যাকসিন প্রদানের অনিশ্চয়তা অবিলম্বে মীমাংসা করতে হবে।
বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ২৪, ২০২১
আরকেআর/এমআরএ