ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুন ১৯, ২০২১
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জনের মৃত্যু সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল

সাতক্ষীরা: করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

এটিই সাতক্ষীরায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
  
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬০ দশমিক ৮৭ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ২৬৬ জন ও করোনা আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।