বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৬৮ জনে।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯৮ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৮৬৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৯৫ জন।
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১৩ জন নিয়ে ৭ হাজার ৫১৫ জন, পটুয়াখালী জেলায় নতুন আক্রান্ত না থাকায় ২ হাজার ৪১৯ জন, ভোলা জেলায় নতুন ২ জনসহ ২ হাজার ১৮ জন, পিরোজপুর জেলায় নতুন ২৬ জন নিয়ে ২ হাজার ২ জন, বরগুনা জেলায় নতুন ৭ জন নিয়ে আক্রান্ত ১ হাজার ৩৬০ জন ও ঝালকাঠি জেলায় নতুন ২৬ জন শনাক্ত হওয়ায় সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৪ জনে।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শনিবার (২৬ জুন) সকাল পর্যন্ত শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৮ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি তিনজনের মৃত্যু হয়েছে। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৯৫ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ২১ জনের করোনা পজিটিভ ও ৭৪ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৩২.৯৭ শতাংশ পজিটিভ শনাক্তের হার।
বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এমএস/আরবি