সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বাংলানিউজকে জানান, সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন নয়জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন, সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকার আশিকুর রহমান (৪০), পলাশপোল এলাকার সূর্যকান্ত (৮৫), সুলতানপুর এলাকার রিতা পান্ডে (৫৫), সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের জাহানারা বেগম (৫৫), রসুলপুর গ্রামের আনার আলী (৬০), দেবহাটা থানার কবিরুল ইসলাম (৬০), কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের শাহাজান আলী (৭০), শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের চারু বিশ্বাস (৬১) ও যশোর জেলার বাকুড়া গ্রামের ফাতেমা বেগম (৪২)।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, এ পর্যন্ত সাতক্ষীরা জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ জন এবং উপসর্গে মারা গেছেন ৩১৪ জন।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এনটি