ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনার তৃতীয় ঢেউয়ে ভারতে দৈনিক সংক্রমণ হতে পারে ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
করোনার তৃতীয় ঢেউয়ে ভারতে দৈনিক সংক্রমণ হতে পারে ২ লাখ

ঢাকা: বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে ভারতে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ে প্রতিদিন দুই লাখ মানুষ সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন, দেশটির বিশেষজ্ঞরা।

 

করোনার কারণে মস্তিষ্কে এক বিরল রোগের সংক্রমণ দেখা দিতে পারে বলে শঙ্কা বিজ্ঞানীদের। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ অক্টোবর-নভেম্বরেই ভয়াবহ রূপ নিতে পারে। তবে এই ভয়াবহতা দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না বলে জানিয়েছেন, দেশটির কেন্দ্রীয় বিশেষজ্ঞ প্যানেলের বিজ্ঞানীরা। সেসময় সর্বোচ্চ পর্যায়ে দিনে দেড় থেকে দুই লাখ মানুষ সংক্রমিত হতে পারেন।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।