সিলেট: করোনা ভাইরাসের ভয়ঙ্কর রূপ দেখতে শুরু করেছে সিলেট। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বিগত দিনগুলোকে ছাপিয়ে গেছে। নতুন করে আরও ৩৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন আরও ৩ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।
এরআগে ৬ জুলাই দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়। আর বুধবার (৭ জুলাই) মৃত্যুর সংখ্যা ছিল ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪০ দশমিক ১৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে সিলেট জেলারই ২১৬ জন, মৌলভীবাজারের ৬৬ জন, হবিগঞ্জের ৫১ জন এবং সুনামগঞ্জের ১৬ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়।
তথ্যমতে, গত বছরের মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের হয়েছেন ২৮ হাজার ১০৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ৫০৫ জন।
এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫০৮ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। তারমধ্যে ৪৫০ জন সিলেটে, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারে ২৫ জন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
এনইউ/এমআরএ