ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢাকাতেই অর্ধেক করোনায় মৃত্যু ও শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
ঢাকাতেই অর্ধেক করোনায় মৃত্যু ও শনাক্ত

ঢাকা: করোনা ভাইরাস দিনে দিনে আগ্রাসী হয়ে উঠছে। চলমান এ মহামারিতে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত ও মৃত্যুর প্রায় অর্ধেক ঢাকা বিভাগে হয়েছে।

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য বিবরণীতে দেখা যায়, দেশব্যাপী এদিন মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২২০ জন। সারাদেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৩৯ জনের। এদিন করোনায় ঢাকা বিভাগে ৬৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৮ হাজার ১৭৯ জন। যা মোট মৃত্যুর ৪৯ দশমিক ১৬ শতাংশ।

এদিকে চট্টগ্রাম বিভাগে করোনায় মোট মারা গেছেন ৩ হাজার ৩৭ জন, রাজশাহী বিভাগে এক হাজার ২৭০ জন, খুলনা বিভাগে ১ হাজার ৯০৯ জন, বরিশালে বিভাগে ৪৯১ জন, সিলেট বিভাগে ৫৯০ জন, রংপুরে ৭৭০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৯৩ জন।

হেলথ ইমারজেন্সি কন্ট্রোল রুম অ্যান্ড অপারেশন সেন্টারের তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগের মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৫৫ হাজার ৮৩৯ জন, যার মধ্যে আবার ঢাকা জেলায় মহানগরসহ আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৫৯ হাজার ৭১৮ জন। এছাড়াও ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩১ জন, চট্রগ্রামে এক লাখ ৩৪ হাজার ৬৯৮ জন, রাজশাহীতে ৬৭ হাজার ৭৫৬ জন, রংপুরে ৩৩ হাজার ৩৫২ জন, খুলনায় ৭৩ হাজার ২৪ জন, বরিশালে ২২ হাজার ৭২৫ জন ও সিলেটে ২৯ হাজার ৪৩২ জন।

করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ও মারা যাওয়ার অর্ধেকই রয়েছে ঢাকা বিভাগে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।