রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১০ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন চারজন। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। এছাড়াও নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ করোনা পরবর্তি শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও পাবনার দুইজন ব্যক্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ২৫ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ২৮৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।
এদিকে, সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজের দুইটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ কম। বর্তমানে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৭ শতাংশ। এর আগের দিন রোববার সংক্রমণের হার ছিল ২৪ শতাংশ।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এসএস/ওএইচ/