ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্টের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্টের যাত্রা শুরু

বরিশাল: করোনা আক্রান্ত রোগীদের সেবার মানসিকতা নিয়ে নিজের সম্মানীর টাকা দিয়ে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার কিনে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্টের কার্যক্রম শুরু করলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।  

মঙ্গলবার (১৭ ‍আগস্ট) বরিশাল নগরের কালিবাড়ি সড়কের বাসভবন মিলনায়তনে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এই ট্রাস্টের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন তিনি।

তি‌নি ব‌লেন, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নে দা‌য়িত্ব নেওয়ার পর আমি কো‌নো সম্মানী গ্রহণ ক‌রি‌নি। প্রথম ‍এক বছরের বেশি সময়কালের সম্মানী  করোনাকালীন মানুষকে সহায়তা করার জন্য ফান্ড তৈরিতে দিয়েছে। ‍এরপরের যতো সম্মানী পেয়েছি তা ‍একটি ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হয়েছে। ‍আর সেই সম্মানীর টাকা দিয়েই ‍এই দেড়শ অক্সিজেন সিলিন্ডার কিনেছি। যা শতভাগ হালাল। ‍আর ‍এই অক্সিজেন সিলিন্ডার দিয়েই ‍আমার মা বীর মু‌ক্তি‌যোদ্ধা সাহান আরা বেগম ট্রা‌স্টের যাত্রা শুরু করলাম।

তিনি বলেন, ট্রাস্টের কাজ হবে বিপদে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। ট্রাস্টের কার্যক্রম শুরু হলেও ‍এখন পর্যন্ত সব কার্যক্রম শেষ হয়নি। ধীরে ধীরে সবকিছু সম্পন্ন করে পূর্ণাঙ্গ ট্রাস্ট্রের কার্যক্রম চালিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, ক‌রোনা প‌্যান্ডা‌মিক শুরু হওয়ার পর মানুষ অক্সি‌জেন সংক‌টে প‌ড়ে, তবে সিলিন্ডার সংকটের কারণে প্রথম দিকে ‍এটি সংগ্রহ করতে পারিনি। ‍তবে ‍ইচ্ছে ছিলো মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর ‍আর তা থেকেই হয়তো দেড়শ সিলিন্ডার ‍একসঙ্গে সংগ্রহ করতে পেরেছি।

‍এখন থেকে বরিশাল নগরে যাদের অক্সিজেনের প্রয়োজন হবে অর্থাৎ ক‌রোনা রোগী‌দের জন‌্য ফোন দিলেই বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে এই অক্সিজেন পৌঁছে দেওয়া হ‌বে। ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ এই তিনটি নম্বরে কল করলেই রোগীর বাসায় পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। এছাড়াও এই নম্ব‌রে কল কর‌লেই ফ্রি অ্যাম্বু‌লেন্স সেবা পাওয়া যাবে। অ্যাম্বু‌লেন্সের এই ফ্রি সা‌র্ভিস চালু র‌য়ে‌ছে অনেক আগে থে‌কেই।  

মেয়র ব‌লেন, এই কার্যক্রমের মধ্যে দি‌য়েই বীর মু‌ক্তি‌যোদ্ধা সাহান আরা বেগম ট্রা‌স্টের কার্যক্রমও চালু হ‌য়ে‌ছে।  

সা‌দিক আব্দুল্লাহ ব‌লেন, শুধু সরকা‌রের দি‌কে তা‌কি‌য়ে থাক‌লে হ‌বে না। সবার নিজ নিজ জায়গা থে‌কে স‌ঠিক কাজ কর‌লে এই ভাইরাস প্রতি‌রোধ অসম্ভব নয়।  

জানা গেছে, মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌ন থে‌কে প্রাপ্ত সম্মানীর প্রায় ২৫ লাখ টাকায় ১৫০‌টি অক্সি‌জেন সি‌লিন্ডার ক্রয় ক‌রে‌ছেন।  

বিনামূ‌ল্যে অক্সি‌জেন সা‌র্ভিস কার্যক্রম উদ্বোধনের সময় ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হো‌সেন, ব‌রিশাল মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি একে এম জাহাঙ্গীর হো‌সেন, ব‌রিশাল সি‌টি ক‌রপো‌রেশ‌নের প‌্যা‌নেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, র‌ফিকুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।