নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজস্ব অর্থায়নে তার নির্বাচনী এলাকার নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি করে মোট ৩০ শয্যা বেডে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, করোনাসহ অন্যান্য রোগীর জরুরি প্রয়োজনে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে উভয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ১৫টি করে মোট ৩০ শয্যায় কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ চালু করা হয়।
ইতোমধ্যে নবস্থাপিত উচ্চমাত্রার কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার মাধ্যমে উভয় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাসহ অন্যান্য রোগীদের উচ্চপ্রবাহের জরুরি অক্সিজেন সেবা দেওয়া শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
আরএ