ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
মমেক হাসপাতালে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু 

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

যা এই হাসপাতালে গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। আর গত ০৬ আগস্ট সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৩০ জনের।  

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এ তথ‍্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃত চার জনের মধ্যে তিনজন ময়মনসিংহের ও একজন শেরপুরের। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি গাজীপুর জেলার বাসিন্দা।

ডা. মুন আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯২ জন। এর মধ্যে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।  

এদিকে, জেলায় একদিনে ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।