ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট সংলগ্ন খালি জায়গায় অক্সিজেন প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু হয়েছে। ভারতের দেওয়া অর্থায়নে তৈরি হতে যাচ্ছে অক্সিজেন প্ল্যান্ট।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বাংলানিউজকে এসব কথা বলেন।
তিনি বলেন, ঢামেক হাসপাতালের বাগান এলাকায় অক্সিজেন ট্যাংক আছে। যার ধারণ ক্ষমতা ২০ হাজার হলেও সেখানে ১৬ হাজার লিটার পর্যন্ত অক্সিজেন মজুদ করা হয়। লিন্ডে বাংলাদেশ লিমিটেড থেকে অক্সিজেন সাপ্লাই নেই। এটা হচ্ছে হাইপেশারের অক্সিজেন ২৪ ঘণ্টায় করোনা ইউনিটগুলোতে অক্সিজেন সাপ্লাই যায়। এটার পাশাপাশি নতুন করে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট। তৈরি শেষে এটি সেন্টার লাইনের সঙ্গে যুক্ত করা হবে।
আশরাফুল আলম বলেন, হাসপাতালে করোনা রোগীর সংখ্যা এখন কিছুটা কমেছে। ঢামেক হাসপাতালে ধারণ ক্ষমতার দ্বিগুণ করোনা রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখন করোনা আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা কমেছে। এই হ্রাস অব্যাহত থাকলে নতুন নির্মিত আইসোলেশন সেন্টারটি ইমার্জেন্সি জোন করা হবে- এমনই প্লান রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।
ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, এডিবির অর্থায়নে নতুন ভবনের করোনা ইউনিটের পাঁচ তলায় তৈরি করা হবে ১৫ বেডের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এজেডএস/এসআরএস