রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিন মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় এই হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া দু’জনের মধ্যে রাজশাহীর একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৪০টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৮ জন।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এসএস/এমআরএ