ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

`আকুপ্রেশার’ চিকিৎসা ক্ষেত্রে বিশাল অবদান রাখতে পারে: স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২
`আকুপ্রেশার’ চিকিৎসা ক্ষেত্রে বিশাল অবদান রাখতে পারে: স্পিকার

ঢাকা: স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, আকুপ্রেশার চিকিৎসা দেশের চিকিৎসা ক্ষেত্রে বিশাল অবদান রাখতে পারে। এ চিকিৎসা জনপ্রিয়তা পেলে এ ব্যাপারে সংসদে বিলও আসতে পারে।

 

সোমবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ‘আকুপ্রেশার: এ সেলফ ট্রিটমেন্ট ম্যানুয়াল’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বইটি লিখেছেন আকুপ্রেশার চিকিৎসক সাগর সগীর। নাফিসা ইস্পাহানি বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন।    

সোসাইটি ফর বঙ্গজ চিকিৎসক পরিবারের উদ্যোগে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান, ডা. ফারুক এলাহী, নাফিসা ইস্পাহানি ও জার্মান প্রবাসী লেখিকা সুলতানা আজিম।  

স্পিকার টেলিভিশন টকশোতে আকুপ্রেশারের মতো চিকিৎসা নিয়ে আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেন।  

আব্দুল হামিদ জানান, এই চিকিৎসা নিয়ে তার স্ত্রীও উপকৃত হয়েছেন। নিয়মিত এই চিকিৎসা নিলে ভালো ফল পাওয়া যায়।  
     
মাহফুজুর রহমান সংসদ সচিবালয়ের চিকিৎসা কেন্দ্রে আকুপ্রেশার চিকিৎসার সেবা দিতে সংশ্লিষ্টদের কাছে প্রস্তাব করেন।

লেখক সাগর সগীর বলেন, আকুপ্রেশার চিকিৎসা বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।