ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

রাশিফল

অপ্রত্যাশিত শুভ ঘটনা কর্কটের, কন্যার ঘরে-বাইরে স্বাচ্ছন্দ্য

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
অপ্রত্যাশিত শুভ ঘটনা কর্কটের, কন্যার ঘরে-বাইরে স্বাচ্ছন্দ্য

আজ কেমন যাবে
তারিখ: ১৪/০৫/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২১
আজকের দিনে প্রেম নিয়ে যেকোনো বিতর্ক থেকে দূরে থাকুন। জাতিকাদের দিনের শুরুর দিকেই জরুরি কাজগুলি করে ফেলা দরকার।

বিকেলের পর থেকে জটিল সমস্যা হাজির হতে পারে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর চন্দনের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
পরিস্থিতি আপনাকে কিছুটা বেকায়দায় ফেলতে পারে। জাতিকাদের অন্যের প্রয়োজনে অযথা অর্থ খরচ করতে হতে পারে। পরিবার ও সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতে হবে।

টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি মাটির জল ভর্তি ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
কর্মক্ষেত্রে পরিবেশ অশান্ত থাকবে। প্রেমযোগ আছে। উৎসাহ নিয়ে দিনটি কাটাতে পারলে জাতিকাদের কাছে উন্নতির সুযোগ আসবে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
ছোট ঘটনা নিয়ে বিতর্কে জড়িয়ে সমস্যা বাড়তে পারে। জাতিকাদের জীবনে আসতে পারে অপ্রত্যাশিত শুভ ঘটনা। জাতিকাদের আর্থিক বাধার যোগ আছে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল, অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
কোনো বিষয় নিয়ে চাঞ্চল্য প্রকাশ করবেন না। গুপ্ত শত্রুর সংখ্যা বাড়তে পারে। প্রেমযোগ নেই। জাতিকাদের সন্তান নিয়ে চিন্তার মুক্তি ঘটবে। নিজে না পারলেও সহকর্মীর দ্বারা কাজে সফল হবেন।

টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২
গোপনে আপনার ব্যবসার পরিবেশ নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। অগ্রজ কোনো মানুষের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে দিনটি শুভ। ঘরে-বাইরে স্বাচ্ছন্দ্য থাকবে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহারের ফলে জাতিকারা আর্থিক লাভবান হবেন।

টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল ও সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং :বাদামি, শুভ সংখ্যা : ৭
লগ্নপতির শুভযোগের ফলে সুনাম অর্জন করবেন। পারিপার্শ্বিক পরিবেশ কিছুটা প্রতিকূল থাকতে পারে। জাতিকাদের দাম্পত্য জীবনে ঘটতে পারে কিছু ভুল বোঝাবুঝির ঘটনা।

টোটকা: একটি লাল সুতির কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
নিঃস্বার্থভাবে সাহায্য করলেও আপনার সমালোচনা হবে। জাতিকাদের ক্ষেত্রে মনে কোনো বিষয় নিয়ে দোটানা ভাব থাকবে। প্রেম ভালো ও খারাপ মিশিয়েই চলবে।

টোটকা: একটি বোঁটাযুক্ত পান, একটি গোটা সুপারি ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭
রাশিচক্র অনুকূল থাকায় প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে। জাতিকাদের খুঁতখুঁতে মনোভাব থাকায় মন কিছুটা অশান্ত থাকতে পারে। তবে হারিয়ে যাওয়া প্রিয় জিনিস ফেরত পাওয়ার সম্ভাবনায় মনে আনন্দ আসবে।

টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বাঘাস ও কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
আপনি কাজের ক্ষেত্রে সহযোগী খুঁজে পাবেন। পাওনা আদায় হতে পারে। তবে কেউ লোভ দেখালে সতর্ক থাকুন। প্রেমযোগ আছে। জাতিকারা প্রতিপক্ষের অযাচিত ভালোবাসা থেকে সতর্ক থাকুন। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাধা দেখা যাচ্ছে।

টোটকা: একটি কুলোতে কিছুটা চালের মণ্ড, একটি কাঁচা কলা, কিছুটা তেল ও কয়েকটি দর্বাঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
আজকের দিনে প্রেমের বিষয় সজাগ থাকুন। অর্থযোগ শুভ। জাতিকারা পরিবারে আনন্দময় পরিবেশ বজায় রাখতে বড় ভূমিকা রাখবেন। পরিবারের স্বার্থে বিশেষ গোপনীয়তা অবলম্বন করতে হতে পারে।

টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
ঋণ চাইছে এমন ব্যক্তিকে সযত্নে এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রটি শুভ। জাতিকারা সৃষ্টিশীল কাজে সফলতা লাভ করবেন। সন্তানের কোনো বিশেষ উদ্যোগ মানসিক শান্তি দেবে।  

টোটকা: কিছুটা ঘৃত, কিছুটা কালো জিরা ও একটি লাল কাঁচা মরিচ একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।