ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

ভারত

ফেসবুকে জনগণের মুখোমুখি সূর্যকান্ত মিশ্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
ফেসবুকে জনগণের মুখোমুখি সূর্যকান্ত মিশ্র

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ফেসবুকে জনগণের মুখোমুখি সূর্যকান্ত মিশ্র।

সোমবার (১৮ এপ্রিল) সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেবেন পশ্চিমবঙ্গের বিরোধীদলী নেতা ও সিপিএমের এ রাজ্য সম্পাদক।

সিপিএমের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। জানা যায়, সোমবার ভারতীয় সময় বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ফেসবুকে সূর্যকান্ত মিশ্রের সঙ্গে অনলাইনে চ্যাট করতে পারবেন যে কেউ।
 
ফেসবুকে এ ধরনের কার্যক্রম সিপিএমের তরফে প্রথম। ২০১৬ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি বিশেষভাবে ব্যবহার করছে সিপিএম। যদিও এর আগেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি এ ধরনের মাধ্যম ব্যবহার শুরু করে।
 
এখন দেখার বিসয় এক ঘণ্টায় কতগুলি প্রশ্নের উত্তর দিয়ে উঠতে পারেন পশ্চিমবঙ্গের এ বিরোধীদলীয় নেতা।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৬
ভিএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।