ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

দিদি উন্নয়নের স্পিডব্রেকার: মোদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
দিদি উন্নয়নের স্পিডব্রেকার: মোদী শিলিগুড়ির জনসভায় বক্তব্য রাখছেন মোদী

কলকাতা: সফরসূচি অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচনী প্রচারণা শিলিগুড়িতে চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শুরুতেই আশানুরূপভাবে তার আক্রমণের নিশানায় ছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জনসভার শুরুতেই উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মোদী বলেন, দিদির (মমতা) নৌকা যে ডুবে গেছে শিলিগুড়ির জনসভার বিপুল সংখ্যক মানুষই তার প্রমাণ।

বক্তব্য যত গড়িয়েছে তত ঝাঁজ বেড়ছে মোদীর বক্তব্যে।

তিনি বলেন, দিদি উন্নয়নের স্পিডব্রেকার। গরিবদের কথা ভাবেন না দিদি। সারা দেশে প্রবলগতিতে কাজ হয়েছে। পশ্চিমবঙ্গে সেই গতিতে উন্নয়নই হয়নি।  

তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে গরিবদের নিয়ে রাজনীতি করে তৃণমূল।  

এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন পশ্চিমবঙ্গের গরিব মানুষদের অর্থ চিটফান্ড কেলেঙ্কারিতে লোপাট হয়েছে।  

বুধবার (৩ জুলাই) শিলিগুড়ির সমাবেশে প্রথমে বাংলায় বক্তব্য শুরু করেন মোদী। এর আগে তিনি দুপুর ১টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন। সেখান থেকে রওয়ানা দেন শিলিগুড়ির কাওয়াখালি প্রাঙ্গণের উদ্দেশে। তাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে চরম উন্মাদনা লক্ষ্য করা যায়। শিলিগুড়ির পর কলকাতায় স্থানীয় সময় ৪টায় জনসভা করেছেন নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।