ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বুথ ফেরত জরিপ নিয়ে চুপ ভারতের বাণিজ্য মহল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মে ২২, ২০১৯
বুথ ফেরত জরিপ নিয়ে চুপ ভারতের বাণিজ্য মহল

কলকাতা: ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের সাত দফা ভোটগ্রহণ শেষ হয়েছে। দেশটির বিভিন্ন জরিপ সংস্থার হিসেব অনুযায়ী দ্বিতীয় বারের মত ক্ষমতায় আসতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। তবে এ ব্যাপারে চুপ রয়েছে দেশটির বাণিজ্য মহল।

২৩ মে ঘোষণা করা হবে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল। এর আগ পর্যন্ত সবার অপেক্ষা করা উচিৎ বলেই মনে করছে ভারতের অধিকাংশ শিল্প সংস্থা।

তবে ভারতীয় শিল্প মহল যে লোকসভা নির্বাচনের ফলের দিকে উদগ্রিব উৎসাহে নজর রাখছে, তার প্রমাণ মিলেছে দেশের একাধিক শীর্ষস্থানীয় শিল্পপতির মন্তব্যে।

এক টু্ইট বার্তায় মাহিন্দ্রা গোষ্ঠীর চিফ ইকোনমিস্ট সচ্চিদানন্দ শুক্লা জানিয়েছিলেন, চলতি সপ্তাহে নয়াদিল্লি দখলের ফলাফল ছাড়াও ২২ ও ২৩ মে মার্কিন ফেডের বৈঠক ও ২৩ থেকে ২৬ মে ইউরোপিয়ান পার্লামেন্ট ইলেকশনসহ বেশকিছু ব্যাপারে নজর রাখছেন তারা।

পাল্টা আরেক টুইটে মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা জানান, নজরে রাখার মতো চলতি সপ্তাহে একটিই মাত্র বিষয় রয়েছে। সেটি হল- চলতি লোকসভা নির্বাচনের প্রকাশিতব্য ফলাফল।

স্পাইস জেটের কর্ণধার রাজীব তলোয়ার বলেছেন, দেশবাসীর সিদ্ধান্তই সবার মেনে নেওয়া উচিৎ। দেশবাসী যদি ভোট দিয়ে ভাবেন নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার দেশ চালানোর ভার দেওয়া উচিত, তাহলে তাকে মেনে নেওয়াই সবার পক্ষে ভালো।

ভারতের শেয়ার বাজারের অন্যতম ব্রোকিং কোম্পানি অ্যাডেলওয়েইজ সিকিউরিটিজ জানিয়েছে, বুথ ফেরত জরিপ সত্যি করে দিয়ে যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ সরকার গঠন করে, তাহলে আগের সরকারের শিল্পনীতি বজায় থাকায় শেয়ার বাজারের জন্য বেশ ভালোই হবে।  

আরেক অর্থনৈতিক প্রতিষ্ঠান কোটাক ইন্সটিটিউশনাল ইক্যুইটিজ জানিয়েছে, জরিপের ফলাফল সত্যি করে দিয়ে যদি ভোটের ফলাফল বাজারের চাহিদা অনুযায়ী হয়, সেক্ষেত্রে ২৩ মের পরের কয়েক দিন শেয়ার বাজার চাঙ্গা থাকার সম্ভাবনা রয়েছে।

তবে একমাত্র ব্যতিক্রম ভারতের বাণিজ্য তারকা হর্ষ গোয়েঙ্কা। নিজস্ব টুইটার অ্যাকাউন্টে ভারতের বিভিন্ন শিল্পক্ষেত্রে বিচরণ করা অন্যতম বৃহৎ বাণিজ্য গোষ্ঠী ‘গোয়েঙ্কা’ সাম্রাজ্যের অন্যতম আরপিজি অ্যান্টারপ্রাইজেসের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা জানিয়েছেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নামের শুরুর অক্ষর ‘এন’- ই হবে।

এদিকে ফেডারেশন অব ইন্ডিয়ান কমার্স (ফিকি), কন ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), অ্যাসোসিয়েটেড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়ার (অ্যাসোচ্যাম) মতো দেশীয় বণিক সভাগুলো বুথ ফেরত জরিপের ফলাফল নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ২২, ২০১৯
ভিএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।